Theme images by kelvinjay. Powered by Blogger.

Breaking News

Banner


Trulli

ভিডিও

জাতীয়

আন্তর্জাতিক

লাইফস্টাইল

TECH ঝলক

Sports ঝলক

বিনোদন ঝলক

» » » » মেয়েদের চরম তৃপ্তি হয় কীসে? জেনে রাখুন!


মেয়েদের অর্গ্যাজম বা চরম তৃপ্তি নিয়ে পুরুষদের ধারণা সব সময় সঠিক নয়। শুধুমাত্র সঙ্গম করলেই বা যৌনাঙ্গ স্পর্শ করলেই যে অর্গ্যাজম হয় তা ঠিক নয়। আর কী কী ভাবে মেয়েদের চরম তৃপ্তি হয় এক ঝলকে তা জেনে নিন।

প্রথমেই বলি মেয়েদের মূলত দু’ধরনের যৌন সুখানুভূতি হয়। এক, সঙ্গমের সময় মেয়েদের গর্ভাশয়ে পুরুষাঙ্গের আঘাতের ফলে এক রকম সুখানুভূতি হয়। প্রধানত এটিকেই  অর্গ্যাজম বা  চরম তৃপ্তি বলে ধরা হলেও মেয়েদের অপর এক রকম সুখানুভূতি ও হয়।  এবং সেই অর্গ্যাজমটি মেয়েদের শরীরে প্রবল উন্মাদনার সৃষ্টি করে। এই দ্বিতীয় ধরনের অর্গ্যাজমের যে সুখানুভূতি তা পেনিট্রেশনের সুখানুভূতির চেয়েও বেশি।

কিন্তু এই দ্বিতীয় ধরনের অর্গ্যাজমটির মূল উৎস  ক্লিটোরিসে নয়, ক্লিটোরিসের ঠিক নীচে জি-স্পটে। 

আর  এই ধরনের সুখানুভূতি সঙ্গম করতে করতেও  হতে পারে আবার সঙ্গম ছাড়াও হতে পারে। সঙ্গম না করেও কীভাবে মেয়েরা এই চরম তৃপ্তি বা  অর্গ্যাজম উপভোগ করেন, জেনে নিন কিছু উপায় —

এক, যদি শুধু মাত্র স্তনবৃন্ত দুটি আলতো করে স্পর্শ করা হয় বা স্তনবৃন্ত যদি আঙুলে একটু চেপে ধরা হয় তবে মেয়েদের এই ধরনের অর্গ্যাজম হতে পারে।

দুই, যোনির ভিতরে নয়, ভালভার ভিতরের অংশটি আঙুল দিয়ে অল্প রাব করলে এই ধরণের সুখানুভূতি হতে পারে।

তিন, অনেক সময় শুধু ডার্টি টক করলেও মেয়েদের এই অর্গ্যাজম হতে পারে।

চার, পুরুষাঙ্গ দিয়ে ভালভা ও ক্লিটোরিসে শুধু আলতো ঘর্ষণ করলেও মেয়েদের এই দ্বিতীয় ধরনের চরম তৃপ্তি হয়।

পাঁচ, অনেক সময় মেয়াদের শরীরের বিশেষ বিশেষ অংশে আলতো কামড় দিলেও এই সুখানুভূতি  অনুভব হয়।

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply