"বিদ্যুৎ চুরিকে কোনোমতে সমর্থন করা হবে না “- শুক্রবার ওল্ড দিঘায় এসে, এই কথা জানালেন রাজ্যের বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তির উৎস দফতরের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আজ দিঘার রানসিক হাউসে বিদ্যুৎ দপ্তরের সংযোজিত অতিথি নিবাস এর উদ্বোধন করতে এসে এ কথা জানালেন মন্ত্রী। এদিন দিঘা এসে মন্ত্রী স্বীকার করেন, “ বিদ্যুৎ দফতরের কর্মী সংখ্যা অনেক কম। তাই এই দফতরে কর্মী নিয়োগের দরকার রয়েছে। সেই কারণে তার প্রক্রিয়াও শুরু হয়েছে । “মন্ত্রীর আরও দাবি, বেশ কিছুদিন আগে তিনি দিঘা এসে বুঝেছিলেন এই অতিথিশালার যথেষ্ট চাহিদা রয়েছে। সেই কথা ভেবে পুরনো অতিথিশালার পাশে আরও একটি নতুন অতিথিশালা গড়ার পরিকল্পনা করেছিলেন তিনি। তার এদিন উদ্বোধন হল। মন্ত্রীর মতে, “এই বিল্ডিং দফতরের একটা সম্পদ। এখান থেকে আয় হতে পারে। “
এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের মেদিনীপুর জোন ম্যানেজার বাসবকান্ত মৈত্র, বিধায়ক সমরেশ দাস , বিধায়ক অখিল গিরি, কাঁথির মহকুমাশাসক শুভময় ভট্টাচার্য প্রমুখ।
Comments